সমাজের আলো: বঙ্গবন্ধুর হত্যা প্রক্রিয়ায় শুরুতে দলের ভেতরেই চক্রান্ত শুরু হয়েছিলো, পরিকল্পিত ও উদ্দেশ্যমূলক সমালোচনার মাধ্যমে হত্যার পরিবেশ সৃষ্টি করা হয়েছিলো বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।রোববার (২৩ আগস্ট) শোক দিবসের আলোচনা সভায় অংশগ্রহণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন। গণভবন থেকে আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউট মিলনায়তনে আয়োজন করা হয় এ সভায় অংশ নেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, ‘মুক্তিযুদ্ধে বিরোধিতা করা গণহত্যাকারী, নারী ধর্ষণকারীদের এমপি, মন্ত্রী বানিয়ে ক্ষমতায় বসিয়েছিলো জিয়া। জাতির জনকের হত্যাকারীদের পুরস্কৃত করা হয়েছে। জিয়ার মতই স্বাধীনতাবিরোধী ও জাতির পিতার হত্যাকারীদের মদদ দিয়েছে বেগম জিয়া।’
