সমাজের আলো: সমাজের আলোতে ঝাউডাঙ্গা বাজারে সরকারি জমি দখল করে ঘর নির্মাণ করছে শিরোনামে সংবাদ প্রকাশের পর জেলা প্রশাসন তৎপর হয়ে উঠেছে। সার্ভেয়ার ও ইউনিয়ন ভূমি কর্মকর্তা অবৈধ দখলদারদের। তালিকা প্রস্তুত করছে।তালিকা প্রস্তত করে জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল বরাবর প্রেরণ করার নির্দেশ দিয়েছেন। ইউনিয়ন ভূমি কর্মকর্তা জানান ঝাউডাঙ্গা বাজারে অবৈধ ভাবে সরকারি খাস জমি দখল করে নিয়েছেন। ঘর নির্মাণ করেছেন।তাদের তালিকা তৈরী করা হয়েছে।
