সমাজের আলো : সমাজের আলোতে প্রতিবেদন প্রকাশের পর পাটকেলঘাটা থানা শ্রমীক লীগের সভাপতি শহিদুল ইসলামকে বহিস্কার করা হয়েছে।মাদকসহ আটকের ঘটনা নিয়ে সমাজের আলোতে একটি প্রতিবেদন প্রকাশের পর তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যাবস্থা গ্রহন করা হয়েছে। সম্প্রতি শহিদুল ইসলাম গাঁজাসহ পুলিশের হাতে গ্রেপ্তার হয়। সে পেশাদার মাদক ব্যাবসায়ি।
সাতক্ষীরা জেলা শ্রমীক লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক জানান,মাদকসহ পাটকেলঘাটা থানা শ্রমীকলীগের সভাপতি শহিদুল ইসলাম গ্রেপ্তার হয়। এ নিয়ে সমাজের আলোতে একটি প্রতিবেদন প্রকাশ হয়। দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগে তাকে দল থেকে বহিস্কার করা হয়েছে।

