ফজলুল হক উপকূলীয় প্রতিনিধিঃ সমাজের আলোতে সংবাদ প্রকাশের জের,আবারও বুড়িগোয়ালিনী ইউনিয়ের পানখালী গ্রামের দুধের জন্য কষ্টে থাকা সেই তিনটি যমজ সন্তানের পাশে দাড়ালেন মালয়েশিয়া প্রবাসী দামুদার মহালদার ও তার বন্ধুরা।
স্বেচ্ছাসেবী সংগঠন সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিমের মাধ্যমে ৮ কৌটা দুধ পাঠিয়ে দেন তার পরিবারের কাছে। উক্ত দুধ পৌছায়ে দিতে উপস্থিত ছিলে রতন সরকার,আলী হাসান, নবীন মহালদার,হাফিজুর রহমান প্রমুখ।
উল্লেখ্য গত ৩০ শে ডিসেম্বর শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের পানখালী গ্রামের মোকুন্দ মন্ডল ও ধৈয়িত্রি রানী দাম্পত্য জীবনে যমজ তিন সন্তান দুধের অভাবে কষ্ট পাচ্ছে,সকলের কাছে মানবিক সহায়তার আবেদন জানিয়ে সংবাদ প্রকাশিত হয়। সে থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা আ ন ম আবুজার গিফারী,স্বেচ্ছাসেবী সংগঠন সিডিও ইয়ুথ টিম পাশে দাড়ান।
প্রবাসী দামুদার মহালদার বলেন,আমি সব সময় গরীব দুখি, অসহায় মানুষের পাশে থাকতে চাই,সে জন্য সকলের কাছে আর্শিবাদ কামনা করছি।যজম তিন সন্তানের নানা জয়দেব মণ্ডল বলেন, সমাজের আলোকে ধন্যবাদ জানাই, আরো ধন্যবাদ জানাই সমাজের আলোয় সংবাদ প্রকাশের জেরে যারা সহযোগিতা করেছেন তাহাদের প্রতি।

