আতাউর রহমান : সমাজের আলো পত্রিকায় প্রকাশিত সংবাদ কে গুরুত্ব দিয়ে যানবাহনে এলইডি লাইট ব্যবহার বন্ধ করতে কাজ শুরু করেছে কলারোয়া থানা পুলিশ। সড়ক দুর্ঘটনা রোধে কলারোয়া উপজেলার চন্দনপুরে বৃহস্পতিবার সন্ধ্যায় ব্যাটারিচালিত যানবাহনে এলইডি লাইট খুলে দেয়া হয়। থানা পুলিশের উদ্যোগে এক দিনে অর্ধশত ব্যাটারিচালিত অটোভ্যান, মোটরসাইকেলে লাগানো এলইডি লাইট খুলে দেয়া হয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার রাতে বিষয়টি জানিয়েছেন কলারোয়া থানার চন্দনপুর বিট পুলিশের দায়িত্বরত কর্মকর্তা এস আই ইস্রাফিল হোসেন । তিনি জানান, অবৈধ এলইডি লাইট যানবাহনে ব্যবহারের ফলে প্রায়ই সড়কে দুর্ঘটনা ঘটছে। তাই এলইডি লাইট ব্যবহার বন্ধে উপজেলার বিভিন্ন স্থানে রাত-দিন সমানভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে। সামাজিক সচেতনতা বাড়ানোর জন্য এই অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে তিনি জানান।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *