সমাজের আলোঃ সাংবাদিক আজহারুল ইসলাম সাদী’র মেঝো মায়ের চেহলাম অনুষ্ঠিত হয়েছে।রোববার (১৫ ফেব্রুয়ারি) আসরবাদ সাতক্ষীরা শহরের মধ্য কাটিয়াস্থ রমজান ভেন্ডার এর স্ত্রী আজহারুল ইসলাম সাদী’র মেঝো মায়ের চেহলাম অনুষ্ঠিত হয়েছে।উক্ত চেহলাম অনুষ্ঠানে কোরআন ও হাদিস থেকে আলোচনা করেন, মরহুমা রিজিয়া বেগম এর জামাতা মাওলানা মিজানুর রহমান, সাংবাদিক মাওলানা মিজানুর রহমান, পদ্ম পুকুর জামে মসজিদের ইমাম, বাইতুন নুর জামে মসজিদের ইমাম প্রমুখ।উল্লেখ্য ১১ ফেব্রুয়ারি রাত ৯টা১৫ মিনিটের সময় কাটিয়া মধ্য পাড়ার নিজ বাস ভবনে সাংবাদিক আজহারুল ইসলাম সাদী’র মেঝো মা রিজিয়া বেগম বাধর্কজনিত অসুস্থতায় ইন্তেকাল করেন।

