সমাজের আলো : সাতক্ষীরা প্রেসক্লাবের সিনিয়র সদস্য ও দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যান ব্যানর্জীর বৌমা (ভাইপোর স্ত্রী) ছন্দারায় চৌধুরী (৪২) ক্যান্সারে আক্রান্ত হয়ে রবিবার বেলা ১২টায় ঢাকার একটি বেসরকারী হাসপাতলে মারা গেছেন।সোমবার সাতক্ষীরা শহরের পলাশপোল মহা শ্বাশানঘাটে তার শেষকৃত সম্পন্ন করা হয়। ছন্দারায় চৌধুরীর স্বামী সাতক্ষীরা শহরের কাছারিপাড়া এলাকার অসিত ব্যানার্জী বিসিকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা। মৃত্যুকালে তিনি ২ মেয়েসহ আতœীয় স্বজন ও বহু গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের পক্ষ থেকে গভীর শোক জ্ঞাপন ও বিদেহী আত্মার শান্তি কামনা করে বিবৃতি দিয়েছেন প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী, সহ-সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী সুজন, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক এম ঈদুজ্জামান ইদ্রিস, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক শহিদুল ইসলাম, অর্থসম্পাদক শেখ মাসুদ হোসেন, দপ্তর সম্পাদক শেখ ফরিদ আহমেদ ময়না, নির্বাহী সদস্য মকসুমুল হাকিম, সেলিম রেজা মুকুল, আব্দুল গফুর সরদার, এম শাহীন গোলদার, মাছুদুর জামান সুমনসহ প্রেসক্লাবের সকল সদস্য।

