সমাজের আলো : সাংবাদিক পলাশ চৌধুরীর পিতা মরহুম অজেদার রহমান খাঁন চৌধুরীর রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৪ ফেব্রুয়ারী) কলারোয়া থানা জামে মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন মরহুমের আওলাদ বিশিষ্ট সমাজসেবক সাজেদুর রহমান খান চৌধুরী মজনু, থানা জামে মসজিদের সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী, কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাক পত্রিকার কলারোয়া সংবাদদাতা আজাদুর রহমান খাঁন চৌধুরী পলাশ, কলারোয়া থানার পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ হাফিজুর রহমানসহ কলারোয়া থানার অফিসার স্টাফ ও আগত মুসুল্লি বৃন্দ।মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে কলারোয়া থানা জামে মসজিদে জুম্মার নামাজ শেষে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।দোয়া মোনাজাত পরিচালনা করেন কলারোয়া থানা জামে মসজিদের খতিব কলারোয়া উপজেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক, প্রভাষক আসাদুজ্জামান ফারুকী।উল্লেখ্য, মরহুম অজেদার রহমান খাঁন চৌধুরী ২০০২ সালের ৫ ফেব্রুয়ারী ইন্তেকাল করেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *