সমাজের আলো: সাতক্ষীরা প্রেসক্লাবের কথিত নির্বাচন প্রক্রিয়া প্রত্যাখ্যান করে সাংবাদিকদের আন্দোলনের মুখে শেষ পর্যন্ত তৈরীকৃত খসড়া ভোটার তালিকা সাময়িকভাবে স্থগিত করেছে পুলিশ সুপারের নেতৃত্বাধীন কমিটি। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের হলরুমে সাংবাদিকদের চলমান আন্দোলনের কর্মসূচী হিসেবে আলোচনাসভা চলাকালে এ ধরনের একটি বার্তা পৌছে দেওয়া হয়। এই বার্তার সারকথায় এসে প্রেসক্লাবের সচিব মাহবুবুর রহমান সাংবাদিকদের সামনে তুলে ধরেন। এতে বলা হয়, তৈরীকৃত খসড়া ভোটার তালিকা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। পরবর্তীতে আলোচনার ভিত্তিতে অন্যান্য সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে খসড়া ভোটার তালিকা স্থগিতের ঘটনায় সাংবাদিকরা সন্তোষ প্রকাশ করে বলেন, এটা তাদের আন্দোলনের ফসল। পুলিশ সুপারের নেতৃত্বে কথিত নির্বাচনী প্রক্রিয়া বন্ধ না করা পর্যন্ত সাংবাদিকদের আন্দোলন অব্যাহত থাকবে। তবে প্রেসক্লাবের বাইরের যেকোন আন্দোলন স্থগিত রেখে প্রেসক্লাবের অভ্যন্তরে আন্দোলন চালিয়ে যাবার আহবান জানানো হয়। আগেরদিনের ঘোষণা অনুযায়ী মঙ্গলবার দুপুরে প্রেসক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এই সভার সঞ্চালনায় ছিলেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপী। বক্তব্য রাখেন সুভাষ চৌধুরী, কল্যাণ ব্যানার্জি, আবুল কালাম আজাদ, রামকৃষ্ণ চক্রবর্তী, এম কামরুজ্জামান, সেলিম রেজা মুকুল, কাজী শওকত হোসেন ময়না, ইয়ারব হোসেনসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *