সমাজের আলো: অবশেষে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে দেখা যাবে মাশরাফিকে। অবশেষে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে দেখা যাবে মাশরাফিকে।প্রথম আলো ফাইল ছবি এমনিতেই দলটি তারকায় ঠাসা। সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহকে ড্রাফট থেকেই দলে ভেড়ায় জেমকন খুলনা। এবার ড্রাফটের বাইরে লটারি থেকে আরেক তারকা মাশরাফি বিন মুর্তজাকে পাচ্ছে খুলনা। আজ বিসিবি কার্যালয়ে লটারির মাধ্যমে নির্ধারিত হয় মাশরাফির দল। জেমকন খুলনা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে। মাশরাফিকে পেতে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের চারটি দল আগ্রহ প্রকাশ করে। বেক্সিমকো ঢাকা, জেমকন খুলনা, ফরচুন বরিশাল ও মিনিস্টার গ্রুপ রাজশাহীর মধ্যে লটারি হয়। চার দলের মধ্যে কাগজে–কলমে সবচেয়ে শক্তিশালী খুলনা। লটারির ভাগ্যে সেই খুলনার হয়েই কথা বলল।

