সমাজের আলো : এক চড়ে ৮ ধারার সাজানো মামলায় বাড়ি ফিরে মানুষের ভালোবাসায় সিক্ত হচ্ছেন মানবজমিন পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি ইয়ারব হোসেন। নির্ভিক কলম যোদ্ধা সমাজের নানা অনিয়মের বিরুদ্ধে সঙ্গে লড়ে চলেছেন। তাকে সাজানো ঘটনা তৈরি করে ফাঁসানো হয়েছে । ইতোমধ্যে ওই মামলায় জামিনে বাড়ি ফিরেছেন। সহযোগিতার হাত বাড়িয়েছেন সাতক্ষীরার সাংবাদিক সমাজ। জামিনে ফিরে সমাজের আলো অফিস করেছেন তিনি। ভালাবাসা জানাতে অনেক বন্ধুরা আসছেন অফিসে ।

