সমাজের আলো: জেলা প্রশাসন গণপরিবহনে অতিরিক্ত যাত্রী বহন ও অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে ঝটিকা অভিযান চালিয়েছেন।যান বাহন দাড় করিয়ে সাতক্ষীরা যশোর রোডের কয়েকটি পয়েন্টে এ কার্যক্রম পরিচালনা করেন নির্বাহী ম্যাজিসেট্রটগন। এ সময় সরাসরি নির্দেশিত যাত্রী বহনের চেয়ে অধিক যাত্রী পরিবহন করায় এবং সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অধিক ভাড়া নেয়ায় পরিচালিত অভিযানে শনিবার মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্টে ৩২ টি মামলা করা হয়। এ সময় জরিমানা আদায় করা হয় ৩৪,০০০ টাকা ।
