সমাজের আলো : সাতক্ষীরায় আজ বুধবার করোনা উপসর্গ ও করোনায় ৮ জনের মৃত্যু হয়েছে ।গতকাল মঙ্গলবার মৃত্যু ১০ জনের ।গত দুই দিনে জেলায় ১৮ জনের মৃত্যু হয়েছে ।প্রতিদিন গড়ে ৪\৫ জনের মৃত্যু হচেছ ।
সাতক্ষীরার সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার জানান,গত দুই দিনে ১৮ জনের মৃত্যু হয়েছে ।এরমধ্যে দুই জনের করোনা পজেটিভ ছিল ।সাতক্ষীরার মেডিকেল কলেজ হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয় ।গড়ে প্রতিদিন ৪\৫ জন করে করোনা উপসর্গ ও করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরন করছেন প্রতিদিন আক্রান্ত হচেছ ৪৫\৫০ জন।মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর ঠাই দেওয়ার মত জায়গা হচেছ না ।

