সমাজের আলো।। সাতক্ষীরায় আম ও ধান চাষীদের নিয়ে বার্ষিক কৃষক মিটিং অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে সাতক্ষীরা শহরের পারকুখলীতে মেসার্স নিউ শাওন এন্টারপ্রাইজ এর আয়োজনে মিটিং অনুষ্ঠিত হয়। এই সভায় কৃষকদের আধুনিক প্রযুক্তি, উৎপাদন বৃদ্ধি, রোগবালাই নিয়ন্ত্রণ ও সঠিক বাজার ব্যবস্থাপনা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সাতক্ষীরা সদর উপজেলা আম চাষী সমিতির সভাপতি মোঃ কবিরুল ইসলাম এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা শহর কৃষি কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান ।

বিশেষ অতিথি ছিলেন শহর কাচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির সেক্রেটারি রজব আলী খাঁ, এসিআই ক্রপ কেয়ার যশোরের রিজিওনের আরএসএম সৈয়দ এনামুল ইসলাম ও এরিয়া সেলস ম্যানেজার মোঃ রেজাউল করিম,খুলনা বিভাগের সেঞ্চূরী এগ্রো লিমিটেডের সেলস ম্যানেজার মোঃ মফিজুর রহমান ও এরিয়া ম্যানেজার মোঃ বাবলুর রহমান,এমিন্যান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর এরিয়া ম্যানেজার আবুল কালাম আজাদ, সাতক্ষীরা সদর উপজেলা আম চাষী সমিতির সাধারণ সম্পাদক মোঃ মকুল হোসেন, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, কোষাধাক্ষ জাহাঙ্গীর আলম, উপদেষ্টা লিয়াকাত হোসেন প্রমুখ।

এ সময় সাতক্ষীরা সদর উপজেলার ছয় শতাধিক আম ও ধান চাষী উপস্থিত ছিলেন।
সভায় কৃষকরা মাঠ পর্যায়ের সমস্যা তুলে ধরেন এবং প্রযুক্তিনির্ভর চাষাবাদে আগ্রহ প্রকাশ করেন।কৃষকদের উদ্বুদ্ধ করতেন লটারি ও পুরস্কার বিতরণ শেষে প্রীতিভোজের মধ্য দিয়ে শেষ হয়।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *