সমাজের আলো।। এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ৫০ শতাংশে উন্নীতকরণসহ পাঁচ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ সমাবেশ করেছেন শিক্ষকরা। তারা বলছেন, সরকারের উচিত দ্রুত বেতন-ভাতা বৃদ্ধি ও অন্যান্য দাবিগুলো বাস্তবায়ন করা, নইলে সারাদেশে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
শনিবার (১১ অক্টোবর) সোমবার সকাল ১১টায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে এ বিক্ষোভ সমাবেশ শুরু হয় বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন (বাআশিফ) সাতক্ষীরা জেলা শাখা এই কর্মসূচির আয়োজন করে।
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বাআশিফের সভাপতি উপাধ্যক্ষ আব্দুস সবুর এবং পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল জলিল। পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
শিক্ষকদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে, শতভাগ উৎসবভাতা, ১ হাজার ৫০০ টাকা চিকিৎসাভাতা প্রদান, নন-এমপিও প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্তকরণসহ অবসরপ্রাপ্ত শিক্ষকদের কল্যাণ তহবিল ও অবসর সুবিধার অর্থ দ্রুত পরিশোধ।
