সমাজের আলো : সাতক্ষীরা সদর হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতালে করোনা টিকার মজুত শেষ। আর তাই মোবাইলে ম্যাসেজ পেয়েও টিকাদান কেন্দ্র থেকে ফিরে যাচ্ছেন মানুষ। হতাশ হয়ে ক্ষোভ প্রকাশ করছেন তারা। সদর হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, টিকা শেষ হওয়ার বিষয়টি স্বাস্থ্য অধিদফতরকে জানানো হয়েছে।গত ১৩ জুলাই টিকার প্রথম ডোজ নিয়েছেন জেলার সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নের কৃষ্ণপদ সরকার। বুধবার (১১ আগস্ট) তার দ্বিতীয় ডোজ টিকা নেওয়ার দিন ধার্য ছিল। তবে হাসপাতালে গিয়ে দেখলেন গেট বন্ধ।কৃষ্ণপদ সরকার জানান, সকাল ১০টার দিকে সাতক্ষীরা সদর হাসপাতালে গিয়ে দেখি টিকা নিতে ৫০-৬০ জনেরও বেশি মানুষ জড়ো হয়েছেন। কেউ মোবাইলে ম্যাসেজ পেয়ে প্রথমবার টিকা নিতে এসেছেন। আবার কেউ টিকার দ্বিতীয় ডোজ নেবেন। কিন্তু হাসপাতালের গেট বন্ধ। কর্তৃপক্ষ বলেছে, টিকা নেই, পরে দেওয়া হবে।
সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয় থেকে পাওয়া তথ্য থেকে জানা গেছে, জেলায় প্রথম ধাপে ২১ হাজার ডোজ টিকা এসেছিল। দ্বিতীয় ধাপে আসে ১ লাখ ২৪ হাজার ৪০০ ডোজ টিকা। এরই মধ্যে এক লাখ ২৩ হাজার ২৭৮ ডোজ টিকা দেওয়া সম্পন্ন হয়েছে। বর্তমানে দুই লাখ ৫০ হাজার মানুষ রেজিস্ট্রেশন করে টিকার জন্য অপেক্ষমাণ অবস্থায় রয়েছে।

