সমাজের আলো : করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে তিন জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন করোনা আক্রান্ত ও অপর দুই জন উপসর্গ নিয়ে মারা গেছেন। রবিবার রাত সোমবার সকাল পর্যন্ত মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এনিয়ে জেলায় আজ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৮৬ জন। আর ভাইরাসটির উপসর্গে মারা গেছেন আরো ৫৭৫ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ৩৫৬ জনের নমুনা পরীক্ষা শেষে ৬৩ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। যা শনাক্তের হার ১৭ দশমিক ৬৯ শতাংশ। এনিয়ে, জেলায় আজ পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন ৬ হাজার ১০০ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৪ হাজার ৬৯২ জন।

