সমাজের আলো : করোনায় আক্রান্ত হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (২৪ মে) সকাল ৭টার দিকে বাশারাত আলী (৭৫) নামের ওই ব্যক্তি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ফ্লু কর্নারে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি আশাশুনি উপজেলার দক্ষিণ চাপড়া গ্রামের মৃত শংকর সরদারের ছেলে । জানা গেছে, বাশারাত আলী গত ২১মে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। ২৪ মে সকাল ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

