সমাজের আলো : করোনা উপসর্গে তিনজনের মৃত্যু হয়েছে।
সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
এনিয়ে জেলায় ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছে ৯১ জন এবং করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন মোট ৮৩৩ জন।
করোনা উপসর্গে মৃত ব্যক্তি হলেন, সাতক্ষীরার কলারোয়া উপজেলার যুগিখালী গ্রামের মৃত ফয়জুল্লাহ দফাদারের ছেলে মাজেদ দফাদার (৬৫), শ্যামনগর উপজেলার কদমতলী গ্রামের মৃত জুম্মান আলী খাঁ’র ছেলে ফকির আহম্মেদ খাঁ (১২৫) ও সদর উপজেলার বয়ারখোলা গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে মোকতাজুল (৪৬)।
এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে মাত্র ১ জনের করোনা শনাক্ত হয়েছে। এসময় র্যাপিড এন্টিজেন কীটে ২৪টি নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তের হার ৪ দশমিক ১৭ শতাংশ। এর আগের দিন আগে শনাক্তের হার ছিল ৮ দশমিক ১৯ শতাংশ।

