ঘুষ ছাড়া মাত্র ১২০ টাকায় ফরম পূরণ করে পুলিশে চাকরি

 

সাতক্ষীরায় পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পেয়েছেন ৫৫ জন। নিয়োগ পাওয়া পুলিশ সদস্যদের মধ্যে আটজন নারী ও ৪৭ জন পুরুষ রয়েছেন। 

একটি স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে সত্যিকারের মেধাবী এবং জনসাধারণকে সেবা দিতে পারবে এমন প্রার্থীদেরই বেছে নিয়েছে বাংলাদেশ পুলিশ। নিয়োগপ্রাপ্তরা বলছেন, ১২০ টাকা দিয়ে ফরম ফিলাপ করার পর লিখিত ও মৌখিকসহ আরো বেশ কিছু পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে চাকরি নামক সোনার হরিণ তারা পেয়েছেন।

 

সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ও আইজিপি স্যারের নির্দেশে একটি বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে সম্পূর্ণ স্বচ্ছতার ভিত্তিতে এই নিয়োগ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। নিয়োগের ক্ষেত্রে শতভাগ স্বচ্ছতার সঙ্গে কার্যক্রম হয়েছে যেন কেউ কোন প্রশ্ন তুলতে না পারে। সেইসঙ্গে যোগ্য প্রার্থীরাই যেন নিয়োগ পায়।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *