সমাজের আলো।।
সাহিত্য ও সংস্কৃতির চর্চাকে আরো ব্যাপকভাবে ছড়িয়ে দিতে এবং কবিদের সংগঠিত করতে জাতীয় কবিতা পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে ‘কবি সম্মেলন’ উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ অক্টোবর) বিকেল ৪টায় সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমীতে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় কবিতা পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি কবি ও সাহিত্যিক পল্টু বাসার।

এসময় উপস্থিত ছিলেন প্রস্তাবিত কমিটির সহ-সভাপতি কবি কিশোরী মোহন সরকার, সাধারণ সম্পাদক কবি সৌহার্দ সিরাজ, তত্ত্ব ও গবেষণা সম্পাদক সোহরাব হোসেন সবুজ, সাংস্কৃতিক সম্পাদক আবু সালেক চাঁদ, তথ্য ও প্রচার সম্পাদক গাজী হাবিব, দপ্তর সম্পাদক মনিরুজ্জামান মুন্না, নির্বাহী সদস্য মনিরুল বারী, সাধারণ সদস্য কাজী গুলশান আরা, মুনসুর রহমান, মুকুল ম্রিয়মান, বায়েজিদ হাসান প্রমুখ।

সভায় কবি পল্টু বাসার বলেন, জাতীয় কবিতা পরিষদ দেশের কবি ও কবিতাপ্রেমীদের একটি ঐতিহ্যবাহী সংগঠন। ১৯৮৭ সালে এই পরিষদের যাত্রা শুরু হয় কবিতার আন্দোলনকে গণমানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে। সাতক্ষীরা জেলা শাখা সেই সময় থেকেই কবিতাচর্চার আলোকবর্তিকা হিসেবে কাজ করেছে। কিছুদিন কার্যক্রম স্থিমিত থাকলেও আবারো নতুন উদ্যমে আমরা সংগঠনটিকে সক্রিয় করে তুলতে চাই। কবিতা শুধু সৌন্দর্যের প্রকাশ নয়, এটি সমাজ পরিবর্তনের হাতিয়ার। ১৯৮৭ থেকে ১৯৯০ পর্যন্ত স্বৈরাচার বিরোধী গণআন্দোলন জাতীয় কবিতা পরিষদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

সাধারণ সম্পাদক কবি সৌহার্দ সিরাজ বলেন, কবিরা সমাজের বিবেক। আমাদের এই সম্মেলনের উদ্দেশ্য হলো সাতক্ষীরার প্রতিটি কবিকে এক ছাতার নিচে নিয়ে আসা এবং কবিতাচর্চাকে আরো সমৃদ্ধ করা। ১৯৮৭ সালে জাতীয় পর্যায়ে কবিতার যে আন্দোলন শুরু হয়েছিল, আমরা সেটিকে আবারও মাঠে-ঘাটে, প্রান্তে প্রান্তে ছড়িয়ে দিতে চাই।

সভায় বক্তারা আরও বলেন, কবিতা হচ্ছে মানুষের মনের মুক্তি, হৃদয়ের প্রতিবাদ এবং ভালোবাসার প্রকাশ। সমাজে যে অনাচার, অন্যায় ও অবক্ষয় চলছে-তার বিরুদ্ধে কবিরাই প্রথম কণ্ঠ তোলে। তাই কবিতা ও কবিদের সংগঠনকে শক্তিশালী করা মানে সমাজে আলোর দিশা ছড়িয়ে দেওয়া।

সভায় জানানো হয়, জাতীয় পর্যায়ে সংগঠনকে আরো গতিশীল করতে ঢাকায় একটি প্রস্তাবনা কমিটি গঠন করা হয়েছে, যা জেলা পর্যায়ের শাখাগুলোর সঙ্গে সমন্বয় করে পরিষদের কার্যক্রম পুনরায় বেগবান করবে।

সভা শেষে কবি সম্মেলনের কর্মপরিকল্পনা ও আয়োজনের প্রাথমিক সময়সূচি চূড়ান্ত করা হয়।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *