সমাজের আলো : “প্রযুক্তি ও মানবতায়, কল্যাণ ও সমতায়, আস্থা আজ সমাজসেবায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) উপজেলা পরিষদ চত্বর থেকে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে

একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলা চত্বর প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে মিলনায়তনে এসে আলোচনা সভায় মিলিত হয়। জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক সায়েদুর রহমান মৃধা’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার অর্ণব দত্ত, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বদরুদ্দোজা। এসময় সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা শরিফুল ইসলাম, সাতক্ষীরা সরকারি শিশু পরিবার (বালক) এর উপতত্ত্বাবধায়ক আয়শা খাতুন , জেলা সমাজ সেবা কার্যালয়ের রেজিষ্ট্রেশন অফিসার প্রবীর রায়, হাসপাতাল সমাসেবা অফিসার শারমীন সুলতানাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা সমাজসেবার কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রযুক্তির ব্যবহার ও মানবিক মূল্যবোধ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রোকনুজ্জামান।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *