সমাজের আলো : ২০২১ সালের জানুয়ারি মাস থেকে স্কুলে ভর্তি, এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন, পাসপোর্টসহ আরও জরুরী পরিষেবায় জন্ম নিবন্ধন আবশ্যক করেছে সরকার। জন্ম নিবন্ধন সনদ ডিজিটাল করা নিয়ে চরম বিপাকে পড়েছেন দেশের মানুষ। প্রতিদিন লাখ লাখ মানুষকে ইউনিয়ন পরিষদ, উপজেলা থেকে শুরু করে পৌরসভা এবং সিটি কর্পোরেশনে যেতে হচ্ছে শুধু এই জন্ম নিবন্ধন পাওয়ার আশায়। কিন্তু ভোগান্তি আর বিড়ম্বনার যেনো শেষ নেই। আজ এখানে সমস্যা তো কাল অন্যখানে সমস্যা। আর এভাবেই প্রতিনিয়ত ছুটতে হচ্ছে জন্ম নিবন্ধন প্রত্যাশীদের। কেউ সন্তানের জন্য আবার কেউ নিজের জন্য দৌঁড়াচ্ছেন। তবুও অনেকেই পাচ্ছেন না জন্ম নিবন্ধন সনদ। কারণ ডিজিটাল জন্ম নিবন্ধন সনদ করতে গেলে বাবা-মার জন্ম নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র আবশ্যক। জাতীয় পরিচয়পত্র সকল অভিভাবকের থাকলেও নেই জন্ম নিবন্ধন সনদ। আবার অনেকের জন্ম নিবন্ধন সনদ থাকলেও সেটি হাতে লেখা (ডিজিটাল করা নয়) হওয়ার কারণে পূণরায় করতে হচ্ছে। আর বিড়ম্বনা এখান থেকেই শুরু হচ্ছে।

সরেজমিনে তালা উপজেলার নগরঘাটা ইউনিয়ন পরিষদে গিয়ে দেখা গেছে, শুধু জন্ম নিবন্ধন সনদের জন্য প্রতিনিয়ন শত শত মানুষ ভিড় করছে। কেউ সন্তানের স্কুলে ভর্তি করানোর জন্য আবার কেউ জন্মের ৪৫ দিনের মধ্যে অবহেলার কারণে না করার ফলে এখন করছেন। শুধু জন্ম নিবন্ধন সনদের কাজ করতে গিয়ে ইউনিয়ন পরিষদের সচিব, কম্পিউটার অপারেটর থেকে শুরু করে সেখানে কর্মরত সকলেই ব্যস্ত থাকছেন দিনের অধিকাংশ সময়। এমনকি দিনে কাজ শেষ করতে না পেরে বাড়ি গিয়েও অনেকেই রাতে কাজ করছেন বলে জানা গেছে। তারপর আছে আবার ইন্টারনেট জনিত সমস্যা। অনেক সময় সার্ভারের সমস্যাজনিত কারণে দীর্ঘসূত্রিতা আরো বেশি হয়। এতে করে একদিকে যেমন ইউনিয়ন পরিষদের গুরুত্বপূর্ণ কাজে ব্যাঘাত ঘটছে অন্যদিকে সনদ প্রত্যাশীরা ভোগান্তির শিকার হচ্ছেন। তবে এ সমস্যা থেকে সমাধানের কার্যকরী কোনো পদক্ষেপ নিচ্ছেনা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, কিছুদিন বছর আগে তাদের ডিভোর্স হয়। তার সন্তানের বয়স এখন ৯ বছর। সন্তানের ডিজিটাল জন্ম নিবন্ধন সনদ আগে করা ছিলনা। হাতে লেখা জন্ম নিবন্ধন সনদ দিয়ে তিনি সন্তানকে স্কুলে ভর্তি করিয়েছিলেন। কিন্তু স্কুল থেকে বলছে এখন ডিজিটাল জন্ম নিবন্ধন সনদ লাগবে। কয়েকবার ইউনিয়ন পরিষদে গিয়ে ফিরে এসেছি। কিন্তু কোনো কাজ হয়নি। কারণ ডিজিটাল জন্ম নিবন্ধন সনদ করতে গেলে বাবা-মায়ের উভয়ের ডিজিটাল জন্ম নিবন্ধন সনদের ফটোকপি জমা দিতে হবে। কিন্তু আমার সন্তানের বাবার হাতে লেখা জন্ম নিবন্ধন সনদ ছাড়া আমার কাছে অন্যকিছু নেই। সন্তানের বাবার ডিজিটাল জন্ম নিবন্ধন করা নেই। এখন আমি তার ডিজিটাল জন্ম নিবন্ধন সনদ কোথায় পাবো? অনেক চেষ্টা করেও আমি তার ডিজিটাল জন্ম নিবন্ধন সনদ জোগাড় করতে পারিনি। কারণ সন্তানের বাবা যদি ডিজিটাল না করেন তাহলে আমি কোথা থেকে পাবো। তাছাড়া তার সাথে আমার সম্পর্ক না থাকায় তিনি ডিজিটাল তো দূরের কথা হাতে লেখাটাও দিবে না। নিরুপায় হয়ে কয়েকবার চেষ্টা করে ব্যর্থ হয়ে ফিরে এসেছি।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *