শেখ সিরাজুল ইসলাম : সাতক্ষীরায় প্রতিবন্ধী নারীর প্রতি বৈষম্য রোধ ও ইতিবাচক ধারণা তৈরি শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩০ জানুয়ারি) বেলা ১১টায় লেকভিউ ক্যাফে এন্ড রেস্টুরেন্ট কনভেনশন সেন্টারে প্রতিবন্ধী পুনর্বাসন কল্যাণ সমিতি (পিপিকেএস)র আয়োজনে ও উইমেন ডিজএ্যাবালিটিজ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (ডাব্লিউডিডিএফ)র সার্বিক সহযোগিতায় এই উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রতিবন্ধী পুনর্বাসন কল্যাণ সমিতি (পিপিকেএস)র মহা-সচিব শেখ আবুল কালাম আজাদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহি অফিসার ফাতেমা-তুজ-জোহরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (ডাব্লিউডিডিএফ)র নির্বাহী পরিচালক আশরাফুন নাহার মিষ্টি। প্রতিবন্ধী পুনর্বাসন কল্যাণ সমিতি (তালা থানা শাখা)র সাধারণ সম্পাদক শেখ সিরাজুল ইসলাম (তহিদ)। ডাব্লিউডিডিএফ এর প্রোগ্রাম সমন্বয়কারী মোঃ হুমায়ুন কবির। এছাড়াও উপস্থিত ছিলেন প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থার নেতৃবৃন্দ সহ কয়েকটি সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্য। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদান সহ মূলপর্বের উদ্বোধনী ঘোষণা করেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহি অফিসার ফাতেমা-তুজ-জোহরা।আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন (ডাব্লিউ ডি ডি এফ)র নির্বাহী পরিচালক আশরাফুন নাহার মিষ্টি। অনুষ্ঠানের সভাপতি (পিপিকেএস)র মহা-সচিব শেখ আবুল কালাম আজাদ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। উন্মুক্ত আলোচনা সভায় সাতক্ষীরার বিভিন্ন থানা থেকে আগত প্রতিবন্ধীরা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। অনুষ্ঠানের প্রধান অতিথি সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহি অফিসার ফতেমা তুজ জোহরা উন্মুক্ত আলোচনা পর্বে প্রতিবন্ধীদের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং তাদের সমস্যা সমাধানের জন্য আশ্বাস ও দিক-নির্দেশনা দেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন (ডাব্লিউডিডিএফ)র এর প্রোগ্রাম সমন্বয়কারী মোঃ হুমায়ুন কবীর।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *