সমাজের আলোঃ প্রেমিকাসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার ভোরে নারকেলতলা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১২ লাখ টাকাসহ ৩ টি মোবাইল ফোনের সিম।
পুলিশ জানিয়েছে রোববার ভোরে শহরের কাটিয়া পুলিশ ফাঁড়ির পুলিশ টিম একটি প্রাইভেটকার সন্দেহ জনকভাবে আটক করে।পরে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য তিন জনকে সাতক্ষীরা সদর থানায় নিয়ে আসা হয়।
জিজ্ঞাসাবাদে তারা জানাই , তাদের দুইজনের বাড়ি বাগেরহাট ও একজনের বাসা কুমিল্লা জেলায়। তারা গাজীপুর থেকে মাওয়া ফেরিঘাট মাদারীপুর হয়ে সাতক্ষীরায় এসেছে। ব্যাপক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তাদের একজন দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান এর ‘নগদ’ (বাংলাদেশ ডাক বিভাগের মোবাইল ফোনভিত্তিক ডিজিটাল অর্থ আদান-প্রদানের পরিষেবা) ব্যবসার একজন কর্মচারী। উক্ত কর্মচারী ব্যবসার তিনটি সিম, যার হিসাবের পরিমাণ 12 লক্ষ টাকা, সহ তার প্রেমিকা এবং অপর বন্ধুসহ মোট ৩ জন সাতক্ষীরাতে এসেছে। , দক্ষিণ কেরানীগঞ্জ থানার সাথে যোগাযোগ করা হলে ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া যায়। এই ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়েছে। গ্রেফতারকৃত আসামিদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

