সমাজের আলো।। সাতক্ষীরার সদর উপজেলায় ভ্রাম্যমান আদলতের অভিযানে বিপুল পরিমানে ভেজাল সার ও কীটনাশক জব্দের পর আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। বৃহস্পতিবার (৮জানুয়ারি) বিকালে শহরের ডে নাইট কলেজ মোড় এলাকার দুই ব্যাবসায়ীর গোডাউন থেকে জব্দকৃত আলামত উদ্ধার করা হয় ।এর আগে গত ৪জানুয়ারি সকালে ওই এলাকার ইসলাম এন্টার প্রাইজের মালিক আশরাফুল ইসলামকে ১লাখ টাকা এবং রবিনইন্টার প্রাইজের মালিক রবিউল ইসলাকে দেড় লাখটাকা জরিমানা করা হয়। একই সাথে তাদের গো ডাউন থেকে বিপুল পরিমান সারও কীটনাশক জব্দ করা হয়।
সাতক্ষীরা সদর উপজেলার সহকারী ভূমি কমিশনার মো.বদরুদ্দোজা জানান, ভেজাল সার ও কীটনাশক বিক্রি হচ্ছে এমন খবর পেয়ে গত ৪ জানুয়ারি সকালে দুটি প্রতিষ্টানে আড়াই লক্ষ টাকা জরিমানা। একই সাথে বিপুল পরিমানে ভেজাল সারও কীটনাশক জব্দ করা হয়।বৃহস্পতিবার বিকালে পুন:রায় ওই দুই ব্যাবসায়ীর গো ডাউন থেকে জব্দকৃত সার ও কীটনাশক সদর উপজেলায় এনে তা বিনষ্ট করা হয় । জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য পনের লক্ষ টাকা বলে জানান তিনি।
অভিযানে আরো উপস্থিত ছিলেন,
অতিরিক্ত কৃষি কর্মকর্তা প্লাবনী সরকার,
উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনির হোসেন, উপ- সহকারী আছাদুল ইসলাম, হাসানুর জামান, ইমরুল কবির প্রমূখ ।

