সমাজের আলো। । সাতক্ষীরা শহরের সুলতানপুর বড়বাজার এলাকায় সার, বীজ ও বালাইনাশকের দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল দস্তা ও টিএসপি সার, ভেজাল সার তৈরির যন্ত্রপাতি উদ্ধার করা হয়েছে।
রোববার (৪ জানুয়ারি) রাতে অভিযান পরিচালনা করা হয়।পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ভেজাল সার তৈরি ও বিক্রির অভিযোগে সার ব্যবসায়ী রবিউল ইসলামকে দেড় লাখ টাকা জরিমানা, অনাদায়ে, দুই মাসের বিনাশ্রম করাদন্ড এবং আশরাফুল ইসলামকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে একমাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
ভেজাল সারের বিরুদ্ধে এই অভিযান সাতক্ষীরা সদর উপজেলা কৃষি বিভাগ, স্থানীয় প্রশাসন ও পুলিশ বিভাগের যৌথ উদ্যোগে পরিচালিত হয়।অভিযান পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বদরুদ্দোজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে এবং একজন কৃষকের অভিযোগের প্রেক্ষিতে সাতক্ষীরা শহরের সুলতানপুর বড় বাজার এলাকায় সার, বীজ ও বালাইনাশকের দোকানে অভিযান পরিচালনা করা হয়। প্রায় তিন ঘণ্টার অভিযানে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে ভেজাল সার তৈরির সরঞ্জাম ও প্যাকেটজাত ভেজাল সার, বিভিন্ন নামিদামি কোম্পানির প্যাকেট উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, সার ব্যবস্থাপনা আইন অনুযায়ী অভিযুক্ত ব্যবসায়ী রবিউল ইসলামকে দেড় লাখ টাকা জরিমানা, অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং আশরাফুল ইসলামকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।।

