সমাজের আলো।।
সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে
“সাদা ছড়ির আধুনিকায়ন, দৃষ্টি প্রতিবন্ধীর উন্নয়ন ” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাদা ছড়ি বিতরণ ও র্যালি অনুষ্ঠিত হয়।
বুধবার (১৫ অক্টোবর) সকাল ১০ ঘটিকার সময় জেলা প্রশাসন সমাজসেবা অধিদপ্তর ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র সাতক্ষীরার আয়োজনে জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ সাইদুর রহমান মৃধার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম টুটুল প্রমুখ।
আলোচনা শেষে প্রতিবন্ধীদের মাঝে অর্থের চেক এবং সাদাছড়ি উপহার দেওয়া হয়।
আলোচনা অনুষ্ঠান শেষে জেলা কার্যলায়ের সামনে থেকে একটি র্যালি বের হয়।
