সমাজের আলো।।
সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা থানার বীর মুক্তিযোদ্ধা মো: নুর ইসলামের মৃত্যুতে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। আজ সোমবার ১২ জানুয়ারী দিবাগত রাত ৩ টার দিকে বার্ধক্য জনিত কারণে পাটকেলঘাটার বাইগুনি গ্রামে তার নিজস্ব বাসভবনে তিনি ইন্তেকাল করেন। তার মৃত্যুতে
জেলা প্রশাসনের নির্দেশক্রমে তালা উপজেলা প্রশাসন এর সহকারী কমিশনার (ভূমি) রাহাত খান ও পাটকেলঘাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এইচ এম লুৎফর রহমান ,দেবহাটা উপজেলা মুক্তিযোদ্ধা কমাণ্ডার আব্দুল হামিদ,তালা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মুসলেমউদ্দীন মফিজসহ মুক্তি যোদ্ধাগন ,আত্মীয়স্বজন ও গ্রামবাসীদের উপস্থিতিতে পুলিশের চৌকস দল বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম কে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনার প্রদান করেন। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মুক্তিযোদ্ধা মোঃ নূর ইসলাম এর দাফন সম্পন্ন করা হয়।

