সমাজের আলো।। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় সাতক্ষীরায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৪ জানুয়ারি) দুপুর ১২টায় সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর ইউনিয়নের মেসার্স আল হেরা রাইস মিল চত্বরে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ও সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মো. আব্দুর রউফ।
দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক এডভোকেট সৈয়দ ইফতেখার আলী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ফারুক, যুগ্ম আহ্বায়ক তাজকিন আহমেদ চিশতী, সাবেক সমন্বয়ক ও যুগ্ম আহ্বায়ক মো. হাবিবুর রহমান হাবিব, সাবেক সহসভাপতি রফিকুল আলম বাবু, জেলা বিএনপির সদস্য প্রভাষক মো. আতাউর রহমান, এডভোকেট নুরুল ইসলাম, আব্দুল্লাহ সিয়াম এবং আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল ইসলামসহ জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
দোয়া মাহফিল পরিচালনা করেন আলিপুর চেকপোস্টস্থ রাশিদা বেগম আব্দুস সাত্তার মাদ্রাসা কমপ্লেক্সের হাফেজ মাওলানা রফিকুল ইসলাম। তাঁর আবেগঘন কণ্ঠে পরিচালিত মোনাজাতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করা হয়। এ সময় উপস্থিত নেতাকর্মী ও মুসল্লিদের অনেকের চোখে অশ্রু ঝরে পড়ে, পুরো পরিবেশ হয়ে ওঠে শোকাবহ ও হৃদয়স্পর্শী।

