সমাজের আলো।।
ভোটারদের সচেতনতা বৃদ্ধি এবং প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিতে ইনক্লুসিভ ভোটার এডুকেশন অ্যান্ড অ্যাওয়ারনেস প্রোগ্রাম এর আওতায় উপজেলা পর্যায়ের শেয়ারিং মিটিং অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টায় মহিলা অধিদপ্তর সাতক্ষীরা কার্যালয়ের হলরুমে দাতা সংস্থা ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ও সিডার’র উদ্যোগে এবং রাইটস যশোরের বাস্তবায়নে এ শেয়ারিং মিটিং অনুষ্ঠিত হয়।

সভায় ভোটাধিকার সম্পর্কে জনসচেতনতা বাড়ানো, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিত করা এবং সরকারের সেবামূলক কার্যক্রমকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে রাইটস যশোরের প্রোগ্রাম অফিসার সরোয়ার হোসেনের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন সংস্থাটির প্রনব ধর।

প্রধান বক্তা ছিলেন রাইটস যশোরের ডেপুটি ডিরেক্টর আজহারুল ইসলাম।

তিনি বলেন- নতুন ভোটারসহ প্রান্তিক ও অবহেলিত জনগোষ্ঠীর ভোটাধিকার নিশ্চিত করা গণতন্ত্রের অন্যতম ভিত্তি। ইনক্লুসিভ ভোটার এডুকেশন কার্যক্রমের মাধ্যমে মানুষ তাদের অধিকার সম্পর্কে সচেতন হচ্ছে, যা সুশাসন প্রতিষ্ঠায় সহায়ক ভূমিকা রাখবে। সরকারের কাজকে আরো সহজ ভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে রাইটস যশোর কাজ করছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহিলা অধিদপ্তর সাতক্ষীরার প্রোগ্রাম অফিসার ও সাতক্ষীরা সদর উপজেলার কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) ফাতেমা জোহরা।

তিনি বলেন, নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর ভোটার অংশগ্রহণ বাড়াতে এ ধরনের উদ্যোগ সময়োপযোগী ও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিশেষ অতিথি ছিলেন- সাতক্ষীরা সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নুর জাহান আকতার, সদর উপজেলা মৎস্য বীজ উৎপাদন খামারের কর্মকর্তা আওসাফুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শরীফুল ইসলাম, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মনির হোসেন, তথ্য সেবা কেন্দ্রের বিদিশা রপ্তান এবং মাছখোলা এলাকার ঘের মালিক জাকির হোসেন।

শেয়ারিং মিটিংয়ে সদর উপজেলা মুরগি প্রজনন খামারের ওমর ফারুক, চিংড়ি পোনা ব্যবসায়ী মেহেদী হাসান, রাইটস যশোরের প্রোগ্রাম অফিসার সাইফুল ইসলাম, হারুন অর রশিদ, প্রোগ্রাম অ্যাসোসিয়েট ওসমান গনিসহ মৎস্যঘের মালিক, সাংবাদিক, ঘের শ্রমিক, মৎস্যজীবী সমিতির নেতৃবৃন্দ, মৎস্যজীবী, ক্ষেতমজুর, দলিত সম্প্রদায়ের প্রতিনিধি, বাস শ্রমিক, নতুন ভোটার ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আলোচনায় অংশগ্রহণকারীরা ভোটাধিকার প্রয়োগে সচেতনতা বৃদ্ধি, তথ্যপ্রাপ্তি সহজ করা এবং অংশগ্রহণমূলক গণতান্ত্রিক প্রক্রিয়া জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *