সমাজের আলো : পাটকেলঘাটার থানার কুমিরা ইউনিয়ন পরিষদ থেকে পাঁচ ইউনিয়নের ৫১৫ জন কৃষকদের মাঝে ধানের বীজ ও সার বিতরন তালা উপজেলার সরুলিয়া ইউনিয়ন কুমিরা ইউনিয়ন নগরঘাটা ইউনিয়ন খলিষখালী ইউনিয়ন ধানদিয়া ইউনিয়ন এ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উফলী আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতারণ করা হয়েছে। সোমবার (২৬ এপ্রিল) সকাল ১১টায় কুমিরা ইউনিয়ন পরিষদে ৫ টি ইউনিয়নের ৫১৫ জন কৃষকের মাঝে এসব বিতরণ করা হয় । সাতক্ষীরা জেলা কৃষকলীগের সভাপতি বাবু বিশ্বজিৎ সাধু এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী ভূমি কমিশনার মোঃ তারেক সুলতান।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এসএপিপিও শেখ আবু জাফর আরো উপস্থিত ছিলেন উপসহকারী কর্মকর্তা বৃন্দ ও প্রমুখ সমগ্র অনুষ্ঠানটি উপসহকারী কৃষি কর্মকর্তা সরুলিয়া ইউনিয়ন পীযূষ কান্তি পাল সঞ্চালনা করেন উপসহকারী কর্মকর্তা কল্যাণ কুমার পাল জানান, ২০২১-২২ মৌসুমে আউশ প্রনোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উফশী আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতারণ করা হয়েছে। প্রতি কৃষকের মাঝে ৫ কেজি ধানের বীজ, ২০ কেজি ড্যাফ ও ১০ কেজি পটাশ বিনামূল্যে দেয়া হয়েছে

