সমাজের আলো।। “এসো, দুনিয়া ও আখেরাতের শিক্ষায় জীবন গড়ি” শ্লোগানকে ধারণ করে শনিবার (১৮ অক্টোবর) সাতক্ষীরা শিল্পকলা একাডেমি মিলনায়তনে রিয়েল কনসেপ্ট এডুকেশনাল কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
শহীদ স্মৃতি কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ এ এইচ এম ওবায়দুল্লাহ গযনফর’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান খান ।
বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজ উপাধ্যক্ষ প্রফেসর মোঃ আল মুস্তানছির বিল্যাহ,সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আবু হেনা মোস্তফা কামাল,ইসলামিক ফাউন্ডেশন সাতক্ষীরার উপ-পরিচালক (ডিডি) মেহেদি হাসান,জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আবুল খায়ের,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ আবুল হোসেন, সাতক্ষীরা সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নজরুল ইসলাম,রিয়েল কনসেপ্ট ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট’র অধ্যক্ষ কাযী আবদুল্লাহ শাহীন প্রমুখ।
কনফারেন্সে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক, বিশিষ্ট শিক্ষাবিদ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
