সমাজের আলো : সাতক্ষীরায় র্যাব-৬, সিপিসি-১ এর সদস্যদের হাতে একজন ভারতীয় নাগরিক আটক হয়েছেন।
০৩ অক্টোবর র্যাব-৬, সাতক্ষীরা কোম্পানির একটি আভিযানিক দল সদর থানাধীন শ্রীরামপুর গ্রামস্থ হায়দার বিশ্বাসের মোড় হতে ডানে ইটের সোলিং রাস্তার পূর্ব পাশে জনৈক মো: মুহিবুজ্জামানের বাড়ির সামনে থেকে তাকে আটক করা হয়। ভারতীয় নাগরিকের নাম শেখ রকিবুল (২০)। তিনি ভারতের উত্তর ২৪ পরগানা জেলার এয়ারপোর্ট থানার ০০৬৮ দোন্নাগর গ্রামের শেখ বাচ্চু ও আসমা বিবির ছেলে। এসময় তার হেফাজত হতে ভারতীয় মুদ্রার নগদ ৩০২০ রুপি, বাংলাদেশী মুদ্রার নগদ ৩২৪ টাকা, ১টি ভারতীয় নির্বাচকের সচিত্র পরিচয়পত্র ০১ টি লেমিনেটিং করা ভারত সরকার কার্ড ১টি পুরাতন ডিসপ্লে ভাঙ্গা মোবাইল ফোন উদ্ধার করা হয়।
