সমাজের আলো : আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত দেলোয়ার হোসেন সাঈদীকে নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় সাতক্ষীরার ছাত্রলীগের তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে। সাতক্ষীরা জেলা ছাত্রলীগ তাদেরক বহিস্কার করেন বুধবার (১৬ আগস্ট) রাতে।
বহিষ্কৃত ছাত্রলীগ নেতারা হলেন, সাতক্ষীরা জেলার তালা উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ আজাদ সবুজ ও মাইনুল ইসলাম মাসুমও সাতক্ষীরা সদর উপজেলার সীমান্ত আদর্শ কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আশিক কবির।
সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমান বলেন, ধর্মীয় উস্কানিমূলক পোস্ট তাদের ফেসবুকে পাওয়া যায়। দেলোয়ার হোসেন সাঈদীকে নিয়ে তারা ফেসবুকে পোস্ট দেয়। এ ঘটনায় তাদেরক ছাত্রলীগ থেকে বহিস্কার করা হয়েছে।

