———
সমাজের আলো।। সাতক্ষীরায় জেলা জুড়ে গড়ে উঠেছে নকল সার সিন্ডিকেট, সয়লাব বাজার। এতে ক্ষতির মুখে পড়েছে চাষাবাদ, ক্ষতিগ্রস্থ কৃষকরা। এনিয়ে অনুসন্ধানকালে যমুনা টেলিভিশনের প্রতিবেদক আকরামুল ইসলামের উপর হামলার ঘটনা ঘটেছে। ভাংচুর করা হয়েছে ক্যামেরা ও বুম। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর ৩টার দিকে কুল্যা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার বিবরণে জানা যায়, গেল ৪ জানুয়ারি সাতক্ষীরা শহরের সুলতানপুর বাজারে সাত প্রকার বিপুল পরিমাণ নকল সার উদ্ধার করে কৃষি বিভাগ। জব্দের পর ৮ জানুয়ারি ধ্বংস করা হয় এসব সার। ভেজাল সার বিক্রেতা আশরাফুল ও রবিউল ইসলাম জানান, ভেজাল সারের বড় সিন্ডিকেট আশাশুনি উপজেলার বুধহাটা এলাকায়। সেখান থেকে ভেজাল সার ছড়িয়ে পড়ে জেলার বিভিন্ন এলাকায়।
ভেজাল সার বিক্রেতাদের দাবির সুত্র ধরে আশাশুনি উপজেলার বুধহাটায় এলাকায় অনুসন্ধান শুরু করেন যমুনা টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি আকরামুল ইসলাম। বেরিয়ে আসতে শুরু করে সার সিন্ডিকেট চক্রের অজানা গল্প। কৃষক ঠকিয়ে কোটি কোটি টাকা লুট করছে এই চক্রটি। চক্রের মাফিয়া হয়ে উঠেছেন কুল্যা ইউনিয়ন সার ডিলার মাজেদ গাজী।
অনুসন্ধানে জানা যায়, পরিবার ও স্বজনদের নামে মাজেদ গাজীর রয়েছে কয়েকটি সার ডিলার প্রতিষ্ঠাণ। বুধহাটা বাজারসহ আশপাশে রয়েছে মাজেদ গাজীর ২৬টির বেশী গোডাউন। সার চক্রের এই মাফিয়া কুল্যা ইউনিয়ন সার ডিলার হলেও অবৈধ উপায়ে সকল কার্যক্রম পরিচালনা করছেন বুধহাটা ইউনিয়নে। মাজেদ গাজীর ছেলে আনোয়ার গাজীর বিএডিসি বীজ ও সার ডিলার গাজী এন্টারপ্রাইজ দোকানে নকল সারের প্রমাণ মেলে। অবৈধ সার সম্রাজ্য গড়ে তুলেছেন মাজেদ গাজী। আরেক ছেলে জাহাঙ্গীর গাজী লাইসেন্স ছাড়াই বুধহাটা বাজারে সার বিক্রির দোকান মেঘা এন্টারপ্রাইজ। স্ত্রী জামেলা এন্টারপ্রাইজের নামে আশাশুনির খাজরা ইউনিয়নের ডিলারশীপ। অথচ এই নামে কোন প্রতিষ্ঠাণ নেই খাজরা ইউনিয়নে। প্রতিষ্ঠাণটি অবৈধ উপায়ে চলছে বুধহাটায়।
শুধু ভেজাল কারবারে থেমে থাকেনি এই চক্রটি। টিএসপি সারের সরকার নির্ধারিত মূল্য ২৭ টাকা। অথচ মাজেদ গাজী কৃষকদের নিকট ২৭ টাকার টিএসপি বিক্রি করছে ৯ টাকা বেশীতে ৩৬ টাকায়। সার নিয়ে ভেজালকাণ্ড ও নয়ছয়ের এই অনুসন্ধান চলাকালে সিন্ডিকেট চক্রের মাস্টারমাইন্ড মাজেদ গাজীর নেতৃত্বে চালানো হয় হামলা। ভাংচুর করা হয় ক্যামেরা, দেয়া হয় নানা হুমকি।
কৃষকদের দাবি, সরকার নির্ধারিত মূল্যে সার দেয় না ডিলাররা। বাধ্য হয়েই বেশী দামে কিনতে হচ্ছে সার। আগের তুলনায় জমিতে সারের পরিমাণ বেশী ব্যবহার করলেও সুফল মিলছে না। ভেজাল কাণ্ড রোধ, সিন্ডিকেট রোধে সরকার ও কৃষি বিভাগের দৃষ্টি আকর্ষন করেন কৃষকরা।
কৃষি বিভাগ জানিয়েছে, সাংবাদিকের উপর হামলার ঘটনাটি আমাদের নজরে এসেছে। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। ভেজালকাণ্ড ও অনিয়ম রোধে সব ধরণের পদক্ষেপ নেওয়া হবে।
সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মো. সাইফুল ইসলাম জানান, নকল ও অবৈধ সার বেচাবিক্রির সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে। কৃষকের ক্ষতি হয় এমন কর্মকাণ্ডে জড়িত কাউকে ছাড় দেওয়ার সুযোগ নেই।

