সমাজের আলো:- সদ্যজাত এক শিশুর লা-শ উদ্ধার করা হয়েছে আজ বিকাল পাঁচটার দিকে সাতক্ষীরা সদর উপজেলার আখড়াখোলা বাজার এলাকার বেতনা নদী থেকে লা-শ টি উদ্ধার করা হয়।

সাতক্ষীরা সদর থানার ওসি মহিদুল ইসলাম জানান,বিকাল পাঁচটার দিকে এক শিশুর লা-শ বেদনা নদীতে ভাসতে দেখা যায় ।লা-শটি অনেক দূর থেকে ভাসতে ভাসতে আখড়াখোলা এলাকায় আসে বলে ধারণা করা হচ্ছে।তবে এই সন্তানটি রাতের আঁধারে কে বা কারা নদীতে ফেলে দিয়ে গেছে ।লা-শটি উদ্ধার করা হচ্ছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *