সমাজের আলো :-এক কৃষকের দশ কাঠা জমিতে লাগানো ওল গাছ কেটে মাটির সাথে মিশিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। গত কাল রাতে সাতক্ষীরা সদর উপজেলার আগরদাঁড়ি গ্রামে এই ঘটনা ঘটে। এতে করে কৃষকের প্রায় দু লাখ টাকার ক্ষতি হইছে।
সাতক্ষীরা সদর উপজেলার আগরদাঁড়ি গ্রামের আসাদুল ইসলাম জানান তারা দশ কাটা জমিতে ওল চাষ করেছিলেন, গাছ গুলো বেশ বেড়ে উঠেছিলো। দূর্বৃত্তরা ওল গাছগুলো কেটে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। দশ কাটা ওল ক্ষেত নষ্ট করায় ও গাছ কেটে দেওয়াই প্রায় দুই লাখ টাকা ক্ষতি হয়েছে ।এ ঘটনায় তিনি সাতক্ষীরা থানায় একটি অভিযোগ দিয়েছেন।
