সমাজের আলো:-সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতার একটি মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান ছোটসহ ৬ জনকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত।
বৃহস্পতিবার (২০ জুন) দুপুরে আসামিরা আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানালে
সাতক্ষীরার বিজ্ঞ জেলা ও দায়রা জজ চাঁদ মোহাম্মদ আবদুল আলীম আল রাজী তাদের আবেদন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।
জামিন নামঞ্জুর হওয়া আসামিরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর চেকপোস্ট এলাকার মৃত ছাত্তার সরদারের ছেলে সাবেক ইউপি চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ছোট (৫২), আলিপুর বাজারখোলা এলাকার আব্দুল কাদের মাওলানার ছেলে হাদিউজ্জামান বাদশা (৪২), দক্ষিণ আলিপুর এলাকার হবু সরদারের ছেলে জাহাঙ্গীর হোসেন (৪৫), আলিপুর ঢালীপাড়া এলাকার মৃত আব্দুল করিম সরদারের ছেলে আলাউল সরদার (৪২), আলিপুর দিঘিরপাড় এলাকার রহিম সরদারের ছেলে আব্দুর রব (৪৮) এবং চাপারডাঙ্গা এলাকার আব্দুল রকিব এর ছেলে রফিকুজ্জামান রিন্টু (৪০)।
উল্লেখ্য : উক্ত মামলার ৮ জন আসামি গত ২৫ এপ্রিল হাইকোর্ট থেকে ৭ দিনের আগাম জামিন নেন। যার ক্রিমিনাল মিস কেস নাম্বার ২৪০৩৪/২৪ এবং টেন্ডার নাম্বার ২৮৮১৯/২৪। পরবর্তীতে একই আসামিরা জামিনের বিষয় গোপন রেখে গত ৮ মে ২০২৪ তারিখে অপর একটি আদালত থেকে পুনরায় ৬ সপ্তাহের জামিন নেন। যার মিস কেস নং- ২৬৫৭৪/২৪ এবং টেন্ডার নং-৩০৫১৭/২৪।
বৃহস্পতিবার এই মামলার ৮জন আসামির ৬ জন সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানালে বিজ্ঞ বিচারক তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ প্রদান করেন বলে বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতের পি পি এড. আব্দুল লতিফ।
