সমাজের আলো : সাতক্ষীরার আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নে একটি চিংড়ি ঘের দখলের পায়তারা করছে প্রতিপক্ষরা। এমন অভিযোগ করেছেন আব্দুল হাই। প্রতিকার চেয়ে তিনি সাতক্ষীরা জেলা প্রশাসক বরাবর আবেদন করেছেন।

অভিযোগে জানা যায়, আব্দুল হাই আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের বুড়াখারআটি গ্রামের স্থায়ী বাসিন্দা হওয়ায় তিনি ডিপি ১১/৯৪ (আশা:) নং ইজারা কেসে সরকারের নিকট থেকে মাড়িয়ালা মৌজার এসএ-৩৯৬, ৩৯৭ দাগে ১০.৪২ একর জমি দীর্ঘ ২৪ বছর ইজারা গ্রহণের মাধ্যমে মাছ চাষ (চিংড়ি ঘের) করে আসছেন। তিনি স্ত্রী ও একমাত্র পুত্রের চাকরির সুবাদে সাতক্ষীরা শহরে বাসবাস করেন। উল্লেখ্য, উক্ত ঘেরের জমি সরকারি সম্পত্তি হওয়ায় জনৈক আব্দুল গফফার ও তার সহযোগিরা সরকারের বিরুদ্ধে দেওয়ানি ৫৯/৮২নং ও ১৪৮/৮৮নং আপিল হাইকোর্টে মামলায় পরাজিত হয়েছেন। এছাড়া আব্দুল হাই সাতক্ষীরা জেলা প্রশাসকের অনুমতি নিয়ে সরকারের পক্ষ হয়ে সরকারি আইনজীবী সাথে আইনজীবী নিয়োগ দিয়ে সরকারের পক্ষে মামলায় প্রতিদ্ব›িদ্বতা করছেন।
এদিকে, সরকারের নিকট থেকে আব্দুল হাইয়ের দীর্ঘদিন ইজারা গ্রহণ করে ভোগদখলীয় চিংড়ি ঘেরে নজর পড়েছে উপজেলার শ্রীউলা ইউনিয়নের বুড়াখারআটি গ্রামের মৃত আশরাফ উদ্দীন মকবুলের ছেলে কামরুল ইসলাম ওরেফ লাচ্চু, একই রাশেদ মোড়লের ছেলে শাহিন ও গফফার মোড়লের ছেলে রহমানসহ তাদের সন্ত্রাসী বাহিনীর। তারা ইতোমধ্যে আব্দুল হাইয়ের চিংড়ি ঘেরের কর্মচারিদের হুমকি-ধামকি দিয়েছে। ফলে ঘেরের কর্মচারিরা নিরাপত্তাহীনতায় ভুগছে। তিনি চিংড়ি ঘেরের কর্মচারিদের নিরাপত্তা, ঘেরের মাছ ও অন্যান্য সম্পদ রক্ষায় আশাশুনি থানায় অভিযোগ করবেন বলে জানিয়েছেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *