সমাজের আলোঃ সাতক্ষীরার আশাশুনি উপজেলার বড়দলে হাড় কাঁপানো শীতের মধ্যে দুই শতাধিক হতদরিদ্র দুঃস্থ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরন করা হয়েছে। রবিবার উপজেলার বড়দল ইউনিয়নের মধ্যম বড়দল, মাঝেরডাঙ্গা, ঠাকুরবাড়ি, বাইনতলা ও ঢালীপাড়াসহ বিভিন্ন এলাকার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরন করেন, বিশিষ্ট্য সমাজসেবক জি এম হারুন অর রশিদ।

এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন, স্থানীয় ইউপি সদস্য জি.এম আব্দুর রশিদ, জিএম আব্দুর রউফ, মোঃ আক্তারুজ্জামানসহ অন্যান্যরা।
সমাজসেবক হারুন অর রশিদ জানান, অবহেলিত এই জনগোষ্ঠিসহ বড়দল ইউনিয়ন বাসীকে তার পক্ষ থেকে আগামীতেও তিনি খেদমত করতে চান। এ সময় হতদরিদ্র দুঃস্থ মানুষ ছাড়াও বড়দল ইউনিয়নের ৫১টি মসজিদের ইমাম ও এতিম বাচ্চাদের মাঝে এসব কম্বল বিতরন করা হয়।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *