সমাজের আলো।। পুলিশের অভিযানে ৬ জুয়াড়ি আটক করা হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) রাত ৩টার সময় আশাশুনির শোভনালী গ্রামের মোঃ আশরাফুল এর চায়ের দোকানের ভিতর জুয়া খেলার সময় ৬ জুয়াড়িকে আটক করা হয়েছে। এসময় টাকা দিয়ে জুয়া খেলা অবস্থায় পুলিশের উপস্থিতি টের পেয়ে আসর থেকে কয়েকজন পালিয়ে যায়। এ সময় ৬ আসামীকে আশাশুনি থানা পুলিশ আটক করে।

গ্রেপ্তার কৃতরা হলেন আশাশুনি উপজেলার বইকারঝুটি গ্রামের প্রশান্ত সরকার (৫৬), একই গ্রামের মানিক সরকার (৪৬), আবু হাসান গাজী,সেলিম রেজা (৩২),ও শোভনালি গ্রামের মুজিবর সরদার, ৬. আকবর আলী (৪৭)সরদার, জুয়ার আসর থেকে পালিয়ে যায়, মোঃ আশরাফুল (৪০), স্বপন সরকার, ষষ্ঠীরাম সরকার, হাকিম সরদার সহ অজ্ঞাতনামা ২/৩ জন আসামী। জুয়ার আসর হইতে উদ্ধার ও জব্দকৃত আলামত (ক) ৫২ (বায়ান্ন) পিস বিভিন্ন রংয়ের তাস (খ) বাংলাদেশী সর্বমোট ১,০৬০/-(একহাজার ষাট) টাকা।

আশাশুনি থানা সূত্রে জানা যায়,এসআই (নিঃ)দীপ্তিষ ঢালীর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে চাঁপড়া ব্রীজে অবস্থানকালে আশাশুনি উপজেলার শোভনালী গ্রামের মোঃ আশরাফুল (৪০), পিতা-মৃত সবুর সরদার এর চায়ের দোকানে তাস খেলা হচ্চে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ দোকানে অভিযান চালায়।এ সময় গ্রেপ্তার করা হয় ছয় জুয়াড়িকে।

এ বিষয়ে আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম আহমেদ খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শোভনালী চায়ের দোকান থেকে টাকা দিয়ে জুয়া খেলা অবস্থায় ৬ জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়েছে। মাদক ও জুয়ার বিরুদ্ধে অভিযান চলমান থাকবে। ধৃত আসামী সহ অজ্ঞাত মোট ১০ জনের বিরুদ্ধে মামলা রজু করে কোর্টে প্রেরণ করা হয়েছে। যাার সাধারন ডায়রী নং-১০৪৫।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *