সমাজের আলো : এক পরিবারে ৪ জনকে পিটিয়ে জমি জবরদখলের ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করে নিরাপত্তাহীনতায় বাড়ি ছাড়া হয়ে পালিয়ে বেড়াচ্ছে ওই পরিবারটি। সোমবার (১৫ মার্চ) সকালে সদরের পাঁচানি গ্রামের মোঃ আবুল হোসেন এর জমি জবরদখল করে পাকা ঘর নির্মাণ করেন প্রতিবেশী হবি, জিয়ারুল, নুর ইসলাম। বাধা দিতে গেলে আবুল হোসেন এর পরিবারের চারজন কে পিটিয়ে মারাত্মক আহত করেছে তারা। এঘটনায় আবুল হোসেন বাদি হয়ে সাতক্ষীরা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করে। লিখিত অভিযোগ সূত্রে জানাযায়, সদর উপজেলার পাঁচানি গ্রামের হবি, জিয়ারুল, নুর ইসলাম তারা চিহ্নিত মাদক চোরাকারবারি ও সন্ত্রাসী। তারা আবুল হোসেনের পৈত্রিক সম্পত্তি বিভিন্ন সময়ে দখল করে নেওয়ার চেষ্টা চালিয়ে আসছিলো। গত সোমবার (১৫ মার্চ) সকালে আবারো ওই জমি দখল করে পাকা ঘর নির্মাণ করতে গেলে বাধা দেওয়ায় আবুল হোসেন এর পরিবারের চার জনকে বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে মারাত্মক আহত করে। আবুল হোসেন জনান, জমি জবরদখল করে ঘর নির্মাণের সময় বাধা দিলে তারা গালিগালাজ করতে করতে আমার বাড়ির ভেতরে এসে বাঁশের লাঠি দিয়ে আমার স্ত্রী মোছাঃ ঝর্ণা খাতুন, আমার ফুফাতো ফুফাতো ভাই মোঃ কামরুল ইসলাম ও আমাকে এলোপাতাড়ি ভাবে পিটিয়ে মারাত্মক আহত করে। আমাদের চিৎকারে আশপাশের লোকজন আসলে তারা আমাদের হুমকি ধামকি দিয়ে বলে সেচ্ছায় জমি ছেড়ে না দিলে খুন করে লাশ গুম করে দেওয়া। পরে আমার স্ত্রী মোছাঃ ঝর্ণা খাতুন কে মারাত্মক আহত অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসা জন্য নেওয়া হয়। চিকিৎসার পর সদর থানায় যেয়ে একটি অভিযোগ দাখিল করেছি। থানায় অভিযোগ করায় ওই আসামিরা আমাদের গ্রামে ডুকতে দিবেনা বলে প্রচার করছে। এখন আমরা নিরাপত্তাহীনতায় সাতক্ষীরা শহরে অবস্থান করছি। এঘটনায় জেলা পুলিশ সুপার এর আশু হস্তক্ষেপ কামনা করছি।

