সমাজের আলো।। মাদকের টাকা না দেওয়ায় আপন খালাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আল আমিন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটে গত ৩ জানুয়ারি গভীর রাতে সাতক্ষীরা জেলার উপজেলার মাদরা গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত আল আমিন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। মাদক কেনার টাকার জন্য প্রায়ই পরিবারের সদস্যদের সঙ্গে ঝগড়া-বিবাদে জড়িয়ে পড়তেন তিনি। ঘটনার রাতে আল আমিন তার আপন খালা মঞ্জুয়ারা খাতুন, মা জয়গুন ও বড় ভাই আমজাদ হোসেনের কাছে টাকা দাবি করেন। তারা টাকা দিতে অস্বীকার করলে ক্ষিপ্ত হয়ে আল আমিন কোদাল দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে খালটাকে।
এলাকাবাসী এসে আহতদের উদ্ধার করে কলারোয়া হাসপাতালে ভর্তি করে। পরে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহত মঞ্জুয়ারা খাতুনের শারীরিক অবস্থার আরও অবনতি হলে তাকে খুলনার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একদিন পর তিনি মারা যান।
নিহত মঞ্জুয়ারা খাতুন কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নের মাদরা সরদার পাড়ার মৃত আব্দুল লতিফের কন্যা।
কলারোয়া থানার ওসি এইচ এম শাহীন ঘটনাটি নিশ্চিত করেছেন।

