সমাজের আলো।।সাতক্ষীরার কলারোয়ার ওফাপুর মাঠপাড়া মাঝের খাল পুন:সংস্কারে উদ্বোধন করা হয়েছে। রোববার (২০ অক্টোবর) সকালে পুন:সংস্কার খালের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জহুরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন-যুগিখালী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: মফিজুল ইসলাম, ওফাপুর খাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক আশরাফুল আলম রুবেল, সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার প্রোগ্রাম অফিসার কৃষিবিদ মশিউর রহমান, উত্তরণের ডাব্লিউ সিও মাজাহারুল ইসলাম, উপ-সহকারী কৃষি গবেষক ওলিউর রহমান, উপ-সহকারী কৃষি অফিসার তাপস মজুমদার, ইউপি সদস্য সাহাজান সরদার, উত্তরণের ডাব্লিউ সিএফ খোকন সরদার, দিপংকর মন্ডলসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। এর আগে ওফাপুর মাঠপাড়া মাঝের খাল পুন:সংস্কার স্থানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে কামারালী (মান্দারতলা) মাঠ থেকে ওফাপুর প্রাইমারী স্কুল পর্যন্ত ১৬৮০ মিটার খালের শুভ উদ্বোধন করেন ইউএনও জহুরুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন-ওফাপুর খাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি আব্দুস সাত্তার। উল্লেখ্য-ওফাপুর খাল ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে ওফাপুর মাঠপাড়া মাঝের খাল পুন:সংস্কারের কাজ উদ্বোধন করা হয়। এর আগে ২০২৩ সালে রাজকীয় নেদারল্যান্ডস সরকারের অর্থায়নে ও উত্তরণ এবং সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার সহযোগিতায় ওই খালটি পুন:খনন করা হয়েছিল।
