আজহারুল ইসলাম সাদী: আগামী ২০ সেপ্টেম্বর-২০২১ কলারোয়া উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে ১০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে। উপজেলার ১২ টি ইউপির মধ্যে যে ১০ টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে সে গুলি হলো: ১নং জয়নগর ইউপি, ২নং জালালাবাদ ইউপি, ৩নং কয়লা ইউপি, ৪নং লাঙ্গলঝাড়া ইউপি, ৫নং কেঁড়াগাছি ইউপি, ৬নং সোনাবাড়িয়া ইউপি, ৭নং চন্দনপুর ইউপি, ৯নং হেলাতলা ইউপি, ১১নং দেয়াড়া ইউপি ও ১২নং যুগিখালি ইউপি। উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা গেছে, ১০টি ইউপিতে চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৮জন, সাধারণ ওয়ার্ডের মেম্বর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৮৫জন ও সংরক্ষিত মহিলা মেম্বর পদে ১২৪জন প্রার্থী। উপজেলার নির্বাচন অফিসার মনোরঞ্জন বিশ্বাস জানান, ‘১০টি ইউনিয়নে ভোট কেন্দ্র ৯১টি। মোট ভোটার ১ লক্ষ ৪৪ হাজার ৪৭০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭১৭৭৪ ও মহিলা ভোটার ৭২৬৯৬। নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যে কয়েকটি ইউনিয়ন প্রতিপক্ষের নির্বাচনী অফিস ভাঙচুর, প্রার্থীসহ প্রতিপক্ষের কর্মী-সমর্থকদের মারপিট, হুমকি, প্রচার মাইক ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। নির্বাচনী আচরণবিধিকেও অনেক স্থানে বৃদ্ধাঙ্গুলি দেখানো হয়েছে। দেয়ালে পোস্টার সাটানো নিষেধ থাকলেও প্রায় প্রতিটি ইউনিয়নের বিভিন্ন এলাকায় আটা দিয়ে দেয়ালে, গাছে পোস্টার সাটানো বা লাগিয়ে রাখতে দেখা গেছে। এছাড়াও পোস্টারে প্রার্থী ও দলীয় প্রধানের ছবি ছাড়া আর কোন ছবি ব্যবহারের অনুমতি না থাকলেও কয়েকজন নৌকার প্রার্থীদের পোস্টারে এমনটি লক্ষনীয়, নির্বাচন অনুষ্ঠিত হতে যাওয়া ইউনিয়নগুলোর বিভিন্ন এলাকাযর নানা শ্রেণি-পেশার মানুষের সাথে কথা বলে এমনটাই জানা গেছে। সাধারনের দাবি ‘ভোট নিরপেক্ষ ও সুষ্ঠু হওয়া নিয়েই তাদের আশঙ্কা। নিরপেক্ষ হলে যে প্রার্থী যোগ্য ও জনপ্রিয় এবং জনগণ যাকে চাই সেই নির্বাচিত হলে কোন প্রশ্নই ওঠে না। কিন্তু জোর করে, প্রভাব খাটিয়ে, বিভিন্ন মেকানিজম প্রয়োগ করে ফলাফল অনুকূলে নিলে সেটা জনগণ ভালো চোখে দেখবেনা, সেই প্রার্থীকেও জনগণ সারা জীবনের জন্য মনে মনে ধিক্কার জানাবে।’ উপজেলা আওয়ামী লীগের দুই গ্রুপের প্রত্যক্ষ আশীর্বাদপুষ্ট ও সমর্থিত। একপক্ষ চাচ্ছে না অপর পক্ষের সমর্থিত প্রার্থীরা জিতুক। এমনকি উপজেলা আওয়ামী লীগের শীর্ষ নেতারা তাদের নিজেদের স্বপক্ষের নৌকা প্রতীকের প্রার্থীর কর্মীসভায় একাধিকবার অংশগ্রহণ করলেও অপরপক্ষের নৌকা প্রতীকের প্রার্থীদের কর্মীসভায় যাওয়া তো দূরে থাক, সেসব ইউনিয়নেও একটিবার তাদের পক্ষে দেখা যায়নি।’ তারা আরো বলেন, ‘কতিপয় নেতারা নিজেদের ব্যক্তিগত স্বার্থে কখনো নৌকা প্রতীকের পক্ষে ঢাকঢোল পেটান, আবার একইভাবে ব্যক্তিগত স্বার্থে বিদ্রোহী প্রার্থীর পক্ষেও পক্ষপাতিত্ব করেন। তবে আমরা নিরপেক্ষ ভোট আশা করছি। যোগ্য প্রার্থী ও ভালো মানুষ দেখেই ভোট দিব। কারণ প্রায় সকল প্রার্থী আওয়ামী লীগের ঘরনার।’ অতিসম্প্রতি ভালো অবস্থানে থাকা প্রার্থীদের টাকা নিয়ে দৌড়ঝাপ করতে দেখা গেছে বলে তাদের ঘনিষ্ঠজনরা জানিয়েছেন। তারা বলছেন, ‘প্রার্থীরা তাদের উপরের কতিপয় নেতাদের টাকা দিয়েছেন, আবার সেই কতিপয় নেতাদের মাধ্যমে সংশ্লিষ্ট বিভিন্ন প্রশাসনের কতিপয় ব্যক্তিদের টাকা দিয়ে ম্যানেজ করার জন্য চেষ্টা চালানো হচ্ছে।’ তবে এ বিষয়ে কেউ মুখ খুলতে নারাজ। জামায়াত ঘরনার অনেক ব্যক্তিরা জানান, ‘কট্টরপন্থী জামাতের মহিলা ও পুরুষ ভোটাররা নৌকার বিপক্ষেই ভোট দিবেন।’ তারা আরো জানান, ‘নৌকার প্রার্থী যেমন আওয়ামীলীগের তেমনি নৌকার বিরুদ্ধে দাঁড়িয়েছেন সেই বিদ্রোহী প্রার্থীও আওয়ামী লীগের। তাহলে ভোট দিলে তো সেই আওয়ামী লীগেরই যাবে। সেক্ষেত্রে তারা ভোট দিতে গেলে বা ভোট দিতে পারলে এমন ভালো প্রার্থীকে ভোট দিবেন যাদের কারণে শান্তিতে বসবাস করতে পারেন বা অযথা হয়রানি না হতে হয়।’ বিএনপি’র প্রান্তিক পর্যায়ের ব্যক্তিরা জানান, ‘বিভিন্ন ইউনিয়ন বিএনপি’র নেতৃস্থানীয় ব্যক্তিরা বিভিন্ন প্রার্থীর পক্ষে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কাজ করছেন বা সমর্থন যুগিয়েছেন। দলগতভাবে কোন একক প্রার্থীর পক্ষে যাননি। এমনও দেখা গেছে ইউনিয়ন বিএনপির সভাপতি এক প্রার্থীর পক্ষে, সাধারণ সম্পাদক আরেক প্রার্থীর পক্ষে, সাংগঠনিক সম্পাদক বা অন্য নেতারা অন্য আরেক প্রার্থীর পক্ষে।’ তবে তাদের বক্তব্যও একই। বলছেন, ‘আদৌ ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ হবে কিনা? ভোট যাকেই দেই অমুক প্রার্থীই তো পাস করবে বা পাস দেখাবে।’ আসন্ন এই নির্বাচনে চেয়ারম্যান পদে কোন প্রার্থী এগিয়ে বা কে জিততে পারেন সেটার হিসাব-নিকাশ বেশ জটিল। নানান পরিসংখ্যন, দিক, হিসাব-নিকাশ, লাভ-লোকসান, অর্থের ছড়াছড়ি, কর্মী-সমর্থকদের বাড়াবাড়ি, প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের ইমেজ, রাজনৈতিক বিশ্লেষন, গ্রুপিং, স্থানীয় অবস্থান ইত্যাদির আলোকে জয়-পরাজয় নির্ভর করে। তবে অনেক ইউনিয়নে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে আভাস পাওয়া যাচ্ছে। জনমত আর জনমনের মনোভাবে এমনটাই উঠে আসছে। তবে এটি সম্পূর্ণই ধারণা নির্ভর, এই ধারণা মিলতেও পারে আবার মিলতে নাও পারে। জনমতে কোন প্রার্থী জিততে পারে তার সবকিছুই নির্ভর করছে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের উপর।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *