কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধিঃ সাতক্ষীরার কলারোয়ায় বেত্রাবতী নদী খনন কাজে গরিব অসহায় মানুষেরা ক্ষতিগ্রস্ত এর হাত থেকে রক্ষা পেতে এক সমাবেশ করেছে। তারা বৃহস্পতিবার কলারোয়া বাজারের মৎস্য আড়তে ওই সামাবেশ করেন। সমাবেশে তারা বলেন-নদীর পাশ্বে অবস্থিত গরিব অসহায় মানুষেরা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সে জন্য উপজেলা নির্বাহী অফিসার ও কলারোয়া পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর আসাদুজ্জামান তুহিন এর সু-দৃষ্টি কামনা করেন। উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন-২নং ওয়ার্ডের নদীর চরের বাসিন্দা নজরুল ইসলাম, আঃ রশিদ, ফেরদৌস, আমিরুল ইসলাম, ইসমাইল, আমেনা খাতুন, সাহিদা, নুর হোসেন, রাজিয়া, রহিমা, সালমা, আয়জুল, আমেনা, মনিরুল, জাহাঙ্গীর, রবিউল, বাবু, আয়রুন, ইসলামাইল, মশিয়ার, রফিকুল, জাহাঙ্গীর, ইউসুপ আলী, আমেনা, পুষি, নয়ন, জাহানারা, ফিরোজা, আরশাদ আলী, সফিয়া, নাছিমা, রশিদ, আতের আলী, জব্বার, মরিয়ম, আঃ হাকিম, নাছরিন, হাসি, আনজুয়ারা, সুরাইয়া, ফিরোজা, মনিরা, সবুজ, রফি, রিজিয়া, সাকিব, গোলাম সোস্তফা, আরমান, আঃ হাকিম, সাথি, করিমন, সাজিদা, রাজু, হালিম, সফুরা, শিমন, শাহিন, হালিমা, গৌরি, নুর মোহাম্মাদ, সাজু, আমেনা, রোজিনা, সুফি, হামিদ, মরিয়ম, আমিন, নুর ইসলাম, লাভলি, বাবু, সালাম, সাবিনা, হালিমা, মরিয়ম, সামিরা, মুকুল, জলি, আমেনা, রাশিদা, সুমি, বাবু, ফজিলা খাতুনসহ প্রায় শতাধিক মানুষ। পরে সংবাদ পেয়ে কলারোয়া পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর আসাদুজ্জামান তুহিন সেখানে উপস্থিত হয়ে সকল নদীর চরের বাসিন্দাকে নদী খনন কাজের সহযোগিতা করার জন্য বলেন। এছাড়া তিনি নদীর চরের বাসিন্দাদের স্থানীয় প্রশাসনের সাথে কথা বলে তারা যাতে অল্প ক্ষতির হাত থেকে বাচতে পারে তার জন্য আশ্বাস্ত করেন। এসময় পৌর কাউন্সিলর আসাদুজ্জামান তুহিন এর কথা শুনে খুশি হয়ে নদীর চরের বাসিন্দারা সমাবেশ শেষ করেন।

