সমাজের আলো : শ্বশুর বাড়িতে এক যুবকের রহস্যময় মৃত্যু হয়েছে। হত্যা না আত্মহত্যা হত্যা তা নানা কথা বের হচ্ছে। ঘটনাটি ঘটেছে আজ দুপুর আড়াইটার দিকে সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার লাঙ্গলঝাড়া গ্রামে।
নিহতের নাম আক্তারুজ্জামান। সে সাতক্ষীরা সদর উপজেলার আইচপাড়া গ্রামে।নিহতের ভাই সাইফুল ইসলাম জানান, তার কলারোয়া উপজেলার লাঙ্গলঝাড়া গ্রামের শরিফুল ইসলামের মেয়ে রবিনা খাতুনের বিয়ে হয়। তার ভাই শ্বশুর বাড়িতে থাকতো। আজ দুপুরে খবর দেওয়া হয় আক্তারুজ্জামান মারা গেছে।

