সমাজের আলো : কলারোয়া সীমান্তে বাংলাদেশী দুই নারীসহ এক যুবককে আটক করেছে র্যাব সদস্যরা। আটককৃতদের কলারোয়া থানায় সোর্পদ করা হয়েছে। রোববার(২০ফেব্রুয়ারী) সকালে সাতক্ষীরা র্যাব-৬ এর এসআই সানাউল্লাহ জানান-কলারোয়া উপজেলার বুঝতলা গ্রামের আক্কাস মিস্ত্রির ছেলে কামাল হোসেন মিস্ত্রি (৩৮), ফেনী জেলা সদরের গোবিন্দপুর গ্রামের মৃত আবুল হাসেম পাটোয়ারীর কন্যা জান্নাতুল ফেরদৌস (২২) ও একই ফেনী জেলার দাগনভূউঞা থানার দক্ষিণ সেকান্দরপুর গ্রামের মৃত দুলাল এর কন্যা মালেকা বানু ওরফে নাসরিন (২৬) অবৈধ ভাবে ভারতে প্রেবেশ করে। তারা ভারতে কাজ শেষে অবৈধ ভাবে বাংলাদেশে গমনাগমনের সময় আটক হয়। ১৯ফেব্রুয়ারী ১৬টা ৩০ঘটিকার সময় উপজেলার সুলতানপুর গ্রামের জনৈক কামাল হোসেনের বাড়ী থেকে র্যাব সদস্যদের তাদের আটক করে। এঘটনায় কলারোয়া থানায় পাসপোর্ট আইনে একটি মামলা নং-৩৩(২)২২ হয়েছে। কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাছির উদ্দীন মৃধা জানান-রোববার সকালে আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে।

