সমাজের আলো।।  অজ্ঞান  করে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ৬ লাখ ৫০ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। ঘটেছে গতকাল রাতে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার পারুলগাছা গ্রামে।
বাড়ির মালিক   আবুল মোড়ল (৭৫) কালিগঞ্জ থানায় লিখিত অভিযোগে জানান, ৩০ অক্টোবর রাতে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়ে।অজ্ঞান পার্টির সদস্যরা   ঘরের তালা ভেঙে প্রবেশ করে।  শুক্রবার সকালে তার ছেলে মিলন মোড়ল (৩৫) অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। ঘরের জিনিসপত্র ছড়ানো ও নগদ টাকা, স্বর্ণালংকার ও কাগজপত্র লুট পড়ে নিয়ে গেছে। 
পরিবারের সদস্যরা মিলনকে উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি অচেতন অবস্থায় চিকিৎসাধীন আছেন। তিনি জানান চোরেরা চেতনা নাশক ওষুধ ব্যবহার করে স্টিলের শোকেজ ও খাটের ড্রয়ার ভেঙে ২ লাখ ৫০ হাজার টাকা নগদ ও ৪ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়।কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান জানান,“অভিযোগ পেয়েছি।বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 
			 By Yeorab Hossain
   By Yeorab Hossain